বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায় ফজলে হাসান আবেদ অনেক বই পড়তেন। ব্র্যাকের অনেক প্রকল্পে শুরু নাকি একটি কোন না কোন বই থেকে। এক সাক্ষাৎকারে বলেন,’ তখন আমার হাতে ব্রাজিলের শিক্ষাবিদ পাওলো ফ্রেইরির একটা বই এসেছিল। নাম পিডাগজি অব দ্য অপ্রেসড। বইটি থেকে জানলাম, মানুষের উন্নয়ন করতে হলে আগে মানুষকে সচেতন ও উদ্যমী করে তুলতে হবে। আর মানুষকে সংগঠিত করতে না পারলে উন্নয়ন হবে না। তখন সচেতনতা বাড়ানোর কাজ শুরু করলাম।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের এক প্রশ্ন ছিল, ‘মা-বাবা-চাচা বাদ দিয়ে মানুষ হিসেবে আর কাউকে কি দেখেন, যিনি আপনাকে প্রভাবিত করেছেন।’
উত্তরে ফজলে হাসান আবেদ বলেন, ওভাবে বলতে পারব না। অনেক লেখকের বই পড়ি আমি। এর মধ্যে টলস্টয়ের চিন্তাজগৎ এত ব্যাপক, তাঁর চিন্তা দ্বারা খুব প্রভাবিত হই। তাঁর চিন্তা এত বিস্তৃত, এত গভীর—এগুলো খুব ভালো লাগে।’
1 thought on “ফজলে হাসান আবেদ ও বই”