ঢাবি-আইবিএর বিজনেজ কমিউনিকেশন ও ডিজাইন থিংকিং শিক্ষক সাইফ নোমান খান, এসএনকে শর্ট নেইম। সমসাময়িক বিজনেজ এক্সিকিউটিভদের মধ্যে বেশ পরিচিত এই শিক্ষক।
কমিউনিকেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ান, আর নিজের স্টার্টআপ রিসার্চ সেন্টার দিয়ে ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের কাজ করছেন। সাইফ নোমান খান বিজনেজ কমিউনিকেশন আর ডিজাইন থিংকিং নিয়ে শিক্ষার্থী ও পেশাজীবীদের ক্লাস নিয়ে থাকেন। সাইফ নোমান খান স্যারের সঙ্গে কথা বলে একটি বইয়ের তালিকা বের করার চেষ্টা করেছি, তিনি এই বইগুলোকে যারা ম্যানেজার কিংবা পেশাজীবনে সিইও হতে চান সামনে তাদের অন্তত একবার হলেও পড়ে দেখার পরামর্শ দেন। এই লেখার বিশেষত্ব হচ্ছে, এসএনকে কোন দিন ক্লাসে তেমন করে এসব বইয়ের নাম কখনই বলেন নাই। সে হিসেবে এই তালিকা আলাদা কিন্তু!
উইনিং, জ্যাক ওয়েলশ
জেনারেল ইলেকট্রিকের সিইও জ্যাক ওয়েলশের বই উইনিং। জ্যাক জেনারেল ইলেকট্রিকে ৪০ বছর কাজ করেছেন। ৪০ বছরের অভিজ্ঞতা থেকে উইনিং বইটি লেখেন জ্যাক। ২০১৬ সালের অক্টোবরে আমি বইটি পড়া শেষ করি, যে পড়বে তার সময় নষ্ট হবে না নিশ্চিত।
প্লেয়িং টু উইন: হাউ স্ট্র্যাটেজি রিয়েলি ওয়ার্কস
এ জে ল্যাফলে ও রজার মার্টিনের লেখা বই। স্ট্র্যাটেজির উপর দারুণ এক বই বলা যায়। এই বই থেকে স্ট্র্যাটেজির ৬টি ট্র্যাপ সম্পর্কে জানতে পারি আমি।
* ডু-ইট-অল স্ট্র্যাটেজি: এই স্ট্র্যাটেজিতে সবকিছুকেই গুরুত্বপূর্ণ ভাবার ফাঁদে পা রাখি আমরা
* ড কুইজিকোট স্ট্র্যাটেজি: এমন স্ট্র্যাটেজি গ্রহণ করা যা দেখে শক্তিশালী কেউ আপনার উপর ঝাঁপিয়ে পড়ে!
* ওয়াটার লু স্ট্র্যাটেজি: একই সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ ঘোষণা করা।
* সামথিং-ফর-এভরিওয়ান স্ট্র্যাটেজি: চীনের একশ কোটি মানুষকে কাস্টমার বানানোর চেষ্টা করা!
* ড্রিমস-দ্যাট-নেভার-কাম-ট্রু স্ট্র্যাটেজি: মেঘের ওপর ঘুড়ি ওড়ানোর চেষ্টা করা।
* প্রোগ্রাম-অব-দ্য-মান্থ স্ট্র্যাটেজি: কাস্টমারদের জন্য এমন প্ল্যান করা যাদের পেছনে সব কোম্পানি একই সময় দৌড়ানো শুরু করে!
এই বইয়ের বিখ্যাত একটি লাইন মনে আছে,
স্ট্র্যাটেজির সার্থকতা নির্ভর করে দুটি প্রশ্নের ওপর। এক, আপনি কোন মাঠে খেলবেন?; দুই, আপনি সেখানে কিভাবে জিততে চান?
ডিজাইন থিংকিংয়ের উপর বই
ডিজাইন থিংকিং নিয়ে সাইফ নোমান খান কাজ করেন বলে এই বিষয় আইডিয়োর বইপত্র যা আছে তা ঘেঁটে দেখার পরামর্শ দেন তিনি।
ওয়ান মিনিট ম্যানেজার
কথায় বলে এক মিনিটে যে সিদ্ধান্ত নেয়ার কৌশল জানে না, সে এক জীবনে অনেক কৌশল নিতে পারে না। ওয়ান মিনিট ম্যানেজার বইটি ২০১৫ সালের শেষ দিকে পড়েছিলাম। আপনি যদি ম্যানেজার হতে চান, বইটি থেকে যা শিখবেন, “আপনার দলের কর্মীদের মানুষ ভাবুন, কর্মী মৌমাছি নয়!”
এক মিনিটের অনেক অভ্যাস আপনাকে বদলে দিতে পারে। বইটিতে কর্মক্ষেত্রে সাফল্যের এক মিনিটের কিছু অভ্যাসের কথা বলা আছে,
* সুন্দর করে হ্যান্ডশেক করা শিখুন।
* যার প্রশংসা করতে চান, তাকে সবার সামনেই প্রশংসার কথা জানান।
* যখনকার প্রশংসা তখনই করুন! যখনকার সমালোচনা তখনই করুন।
দ্য নিউ ওয়ান মিনিট ম্যানেজার
এই বইটি ২০১৫ সালে প্রকাশিত হয়। গুডরিডসে বইটির দুই হাজারের বেশি রেটিং জমা পড়েছে, ৩.৯ হলেও বোঝা যায় বইটি কত মানুষ পড়েছে!
“এভরিওয়ান ইজ অ্যা পটেনশিয়াল উইনার। সাম পিপল আর ডিজগাইজড অ্যাজ লুজারস”, বইটির আলোচিত একটি লাইন।
হার্ভার্ড বিজনেজ রিভিউয়ের মাস্ট রিডস সিরিজ
হার্ভার্ড বিজনেজ রিভিউয়ের মিনি বুক সিরিজগুলো বেশ কার্যকর। সাইফ নোমান স্যার সময়কে গুরুত্ব দিয়ে এসব বই অনেক পড়েন বলে জানান।
-- Stay cool. Embrace weird.