কাজী আরেফিন শশী, তার নেটওয়ার্কের লোকজন তাকে মুক্তখবরের শশী নামেই ডাকে। মাল একটা। শশী ভাই ভিজ্যুয়াল মিডিয়ার লোক, দারুণ উৎসাহী-ভার্সেটাইল সেন্সের মানুষ।
তার কাছ থেকেই এই বইয়ের লিস্টের পাই, সৃজনশীলতা+ডিসিপ্লিন্ড লাইফের জন্য এই বইগুলো নাকি দারুণ, জোস।
সেইভ দ্য ক্যাট!: দ্য লেটেস্ট বুক অন স্ক্রিনরাইটিং ইউ উইল এভার নিড
ব্লেইক স্নাইডার-এর বই। বিড়ালের গলায় ঘন্টা পড়াবেন কিভাবে তা জানা যাবে নাকি এই বই থেকে। কিংবা বিড়ালকে কিভাবে নাচাবেন তাই জানতে পারবেন এই বই থেকে! গুডরিডসে এই বইয়ের পাশে রেটি ৪+ দেখে আসলেই চমকে যাবেন। বইটা নাকি আসলে punchy আর fast read টাইপের।
দ্য আর্ট অব স্টোরিটেলিং: ইজি স্টেপস টু প্রেজেন্টিং অ্যান আনফরগেটবল স্টোরি
জন ডি ওয়ালশ-এর বই। প্রত্যেক মানুষেরই বিভিন্ন রকমের নানান রঙের গল্প থাকে। সেই গল্প আপনি কিভাবে বলছেন তার চেয়ে আপনাকে যাকে বলছেন সে কিভাবে শুনছে-দেখছে তাই বেশি গুরুত্বপূর্ণ। সেই স্টেপসগুলো নিয়েই এই বই।
রিওয়ার্ক
জেসন ফ্রাইড ও ডেভিড হ্যানসন-এর বই। ব্যবসা-দুনিয়ার বই। বইটাতে ব্যবসায় কিভাবে কম কাজে বেশি কাজ করা যায় তাই বলা আছে। Don’t copy competitors, Decomodify your product, Pick a fight আর Do less and be easier to use বিষয় সম্পর্কে সেই লেভেলে লেখা আছে নাকি।
Create something new আর Say no by default নিয়ে লেখা আছে বলে এবছর আমার পড়ার লিষ্টে বইটা আছে।
শশী ভাই আরও যে বই পড়ার রেফারেন্স দিয়েছেন:
অন ডিরেক্টিং
মডার্ন ওয়ার্কশপ অন স্ক্রীপ্টিং
The Modern Library Writer’s Workshop.