প্রতিদিন সকালে অফিস কিংবা বাসায় যেখানেই কম্পিউটারে বসি প্রথমেই মজিলা/ক্রোমের অ্যাডড্রেস বারে www এর পরে ডট তারপরে facebook ডট com লিখার অভ্যাসটা ছাড়াই দায়। ফেসবুকের নীল দুনিয়াতে মাথা একবার গুজলে কোথা থেকে কয়েকঘণ্টা হাওয়া হয়ে যায় তা টের পাওয়া বা হিসেব রাখাই মুশকিল।
আমি মোবাইল থেকে ফেসবুক অ্যাপ আর মেসেঞ্জারখানা সরানোর পরেও ফেসবুকাসক্তি কমাতে পারি নাই।
ফেসবুক আসক্তি যখন চরমে তখন গত মাসে দ্য ভার্জে Todobook নামে একটা ক্রোম এক্সিনশনের খোঁজ পাই, প্রোডাক্টিভিটি এক্সটেনশন। সঙ্গে সঙ্গেই ক্রোমে যোগ করে ফেলি, আর এরপরে ফেসবুকেই থাকি-কিন্তু আগে কাজ তারপরে নীল দুনিয়াতে পা রাখার সুযোগ পাই।
টুডুবুক আসলে ফেসবুকের হোমে এসে বসে থাকে, যেখানে ৪/৫টা টু ডু লিস্টের কাজ শেষ না করে টিক না দিলে ফেসবুকে ঢোকা যায় না। নিজের সঙ্গে একটু সততা বজায় রেখে কাজ শেষ করেই ফেসবুকে আসা যায়।
দারুণ একটা ক্রোম এক্সটিনশন।
-- Stay cool. Embrace weird.