সাবহানাজ রশীদ দিয়া, নাম একটা-পরিচয় কয়েকটা। আমি চিনি তাকে ২০০৮ সাল থেকে। সে আমাকে চেনেন ২০১০ সাল থেকে। এটিএন নিউজের টেক নিউজ অনুষ্ঠানে খান অ্যাকাডেমির ভিডিও বাংলা করা নিয়ে তার ইন্টারভিউ করেছিলাম ২০১০ সালে, সেই সুবাদে পরিচয়। এরপরে দিয়া যখন ঢাকায় ছিলেন তখন এমন কোন কাজ ছিল না, যেখানে উনাকে জ্বালাই নাই। আগামী দিনের লিডার, পলিসি মেকার-জ্বালানোর হাজারো কারন আছে।
দিয়ার সেই ইন্টারভিউ! এরপরে আরেকবার ইন্টারভিউ করছিলাম দিয়াদের বাসার ছাদে, সেই ইন্টারভিউ অবশ্য অনএয়ার হয় নাই।
সর্বশেষ দেশ ছাড়ার আগে কোন এক ঈদে দিয়ার ১৫ মিনিট টিভি ইন্টারভিউ নিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। সেই শ্যাষ দেখা!

গেল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দিয়া পাবলিক উইন্ডো নামে দারুণ এক কাজ করেছিল। আমাকে দিয়া সেই কাজে বাংলা অনুবাদে নিয়েছিল। দিয়ার অনেক বাংলা লেখার প্রুফ রিড ছিলাম আমি!
শুভ জন্মদিন দিয়ামিয়া।
পড়ুন: দিয়ার ব্লগ।
-- Stay cool. Embrace weird.