যমুনা টেলিভিশনে প্রশ্নবোধক অনুষ্ঠানে প্রায়শই কিছু একটার বিরুদ্ধে প্রশ্ন নিয়ে নানান অ্যাংগেল থেকে কাজ করি আমরা। প্রডিউসার মনজুর মোরশেদ নয়ন ভাই, ক্যামেরা পার্সন রিপন ভাই দারুণ প্ল্যান নিয়ে ডিসেম্বর মাসে তরুণদের ভাবনা নিয়ে প্রশ্নবোধকের ৮ম পর্ব ধারণ করে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন তরুণের মতামত যেমন এখানে ছিল তেমনি দুই আলোচিত তরুণ সিদ্ধার্থ মজুমদার ও ইসরাত ইভকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কথা তুলে ধরার চেষ্টা করেছিলাম।
-- Stay cool. Embrace weird.