“ফিল নাইট কে?”-এই প্রশ্নের উত্তর দিতে মাত্র দুটি শব্দই যথেষ্ট-“নাইকির প্রতিষ্ঠাতা“। পুরো নাম ফিলিপ নাইট। সেই ষাটের দশকে নাইকি প্রতিষ্ঠা করেন। একটা সাধারণ জুতার ডিস্ট্রিবিউটর থেকে নাইকি তৈরি করেছেন তিনি। ব্যবসার দুনিয়াতে ব্যাডবয় হিসেবে ছোট্ট একটা সুখ্যাতি আছে তার। ফিল নাইটকে নিয়ে সেই রকম একটা লাইন প্রচলিত আছে, “You are remembered for the rules you break!” মানে, আপনাকে আইন ভাঙার কারণেই আসলে সবাই মনে রাখবে। ফিল নাইট যুক্তরাষ্ট্র সরকারের অনেক আইনের কোনই তোয়াক্কা না করে অনেক ব্যবসায়িক পদক্ষেপ নিয়ে চমক দিয়েছিলেন।
আমি ফিল নাইটের বায়োগ্রাফি শু ডগ পড়ছি এখন। শু ডগের প্রেজেন্টেশনও দারুণ। স্বয়ং বিল গেটস ২০১৬ সালের রিডিং লিস্টে শু ডগকে রেখেছিল!
যখন কিছুই জানেন না,
তখন তা শিখুন!
স্বপ্ন দেখতে দুঃসাহস দেখান।
সামনে পড়ে যেতে সাহস রাখুন।
-- Stay cool. Embrace weird.
1 thought on “ফিল নাইটের ‘সেই সাত’”