বিআইজিএম পরিচালিত এসইআইপি প্রকল্পের মাধ্যমে পলিসি অ্যানালাইসিস কোর্স চালু আছে। সেই কোর্সে পলিসি তৈরি ও প্রয়োগসহ নানান বিষয়ে হাতে-কলমে শেখানো হয়। সেই কোর্স নিয়ে অনলাইনে কার্যকর রিভিউ নেই, সেই সংকট থেকে এই লেখা। এখানে আমি চেষ্টা করেছি বিভিন্ন মডিউলে যা যা শেখানো হয়, সেই বিষয়গুলো তুলে ধরতে। বিআইজিএমের ঠিকানা।
পলিসি অ্যানালাইসিস কোর্স থেকে বেসরকারি পেশাজীবীরা যা জানবেন:
- সরকারী বিভিন্ন নীতি তৈরির ক্ষেত্রে যেসব ফ্যাক্টর কাজ করে তা সম্পর্কে জানা
- বেসরকারি বিভিন্ন সংস্থার অন্তর্ভুক্তি
- বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের মনন-মানসিকতা কিভাবে গড়ে ওঠে
- নীতি তৈরি ও নীতি বিশ্লেষণ
- নানান ধরণের গবেষণাসংক্রান্ত টুলসে ব্যবহার
- বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তাদের জীবনের নানান অভিজ্ঞতা ও ভাবনা













আলোচিত কিছু টপিক ও আমার অভিজ্ঞতা
Procurement rules, transparency and accountability
এই টপিকটি আলোচনা করেন মোহাম্মদ শোহেলার রহমান। তিনি ইজিপির প্রধান, বাংলাদেশের অন্যতম প্রকিউরমেন্ট এক্সপার্ট। বাংলাদেশের মত দেশে সরকারী প্রকিউরমেন্ট প্রক্রিয়া কতটা জটিল, কিভাবে গত ১০ বছর ধরে প্রকিউরমেন্ট নিয়ে কাজ করছেন সে বিষয়ে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন।
RMG and Textiles
এই টপিকটি আলোচনা করেন ফজলে শামীম এহসান। তিনি বিকেএমইএর সদস্য। উনি দারুণ অভিজ্ঞতাসম্পন্ন একজন উদ্যোক্তা। আমাদের দেশে বিজিএমইএ, বিকেএমইএ গার্মেন্টস ও টেক্সটাইল নিয়ে কাজ করে। পুরো বিষয়টি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু কোন একটা কারণে এই সংগঠনগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের সম্পৃক্ততা কম। সেই চ্যালেঞ্জ কিভাবে সমাধান করা হচ্ছে, তা নিয়ে উনি দারুণ আলোচনা করেন।
Health Policies: Child and Woman Issues
এই টপিকটি আলোচনা করেন মোঃ আসাদুল ইসলাম। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন। বাংলাদেশের মত দেশে কিভাবে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে, কিভাবে নানান সমস্যার সমাধান করছে-তা নিয়ে তিনি আলোচনা করেন। আমি প্রশ্ন রেখেছিলাম, স্বাস্থ্য-বিষয়ক টিভি দেশে নেই কেন। উনি বলেছেন, এ বিষয়ে কাজ চলছে।
Strategic management: Negotiation and leadership in the policy making
এই টপিকটি আলোচনা করেন ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া। নানান দেশের নেতৃত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। বঙ্গবন্ধু কিংবা রাজীব গান্ধী যেভাবে নেতৃত্বের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন, তা নিয়ে পড়িয়েছেন।
Agro-processing Industries
এই টপিকটি আলোচনা করেন মোঃ নুরুল ইসলাম। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কৃষিপণ্য নিয়ে কাজ করেছেন। আসলেই প্রাণ জুসে কি আমের বদলে মিষ্টি কুমড়ো ব্যবহার করা হয় কিনা, কিংবা প্রাণের দুধে পানি মেশানো হয় কিনা, এ নিয়ে তিনি বক্তব্য রাখেন। দুধে তো এমনি পানির হার বেশি, পানি মেশালে দুধ আর কি দুধ থাকে?
Ports and their management
এই টপিকটি আলোচনা করেন কমোডোর সৈয়দ আরিফুল ইসলাম। চট্টগ্রাম বন্দরের নানান বিষয় নিয়ে কথা বলেন।
Climate Change and Bangladesh’s vulnerabilities and coping with vulnerabilities and adaptation measures
এই টপিকটি আলোচনা করেন মুহাম্মদ মুনির চৌধুরী। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ডিজি। এক সময় দাপুটে ম্যাজিস্ট্রেট ছিলেন। পরিবেশ নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা আসলামুল হকের বিরুদ্ধে তার রেষারেষি ছিল। পচা গম নিয়ে চট্টগ্রামের আব্দুল আল নোমান বা মেয়র মহিউদ্দীনের সঙ্গে তার বিরোধ সংবাদপত্রের ইস্যু ছিল অনেকদিন।
Financial Planning– resource mobilization, allocation and utilization
এই টপিকটি আলোচনা করেন আবদুর রউফ তালুকদার। তিনি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরকার কিভাবে মাঠ পর্যায়ে কাজ করে তা নিয়ে তিনি আলোচনা করেন।
Urbanization in Bangladesh and policy issues
এই টপিকটি আলোচনা করেন প্রফেসর ড. মোঃ আকতার মাহমুদ। উনি সৌখিন ফটোগ্রাফার হিসেবে আলোচিত। আমাদের এই শহর ঢাকার বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেন।
The role of private sector in the formulation and implementation of policies
এই টপিকটি আলোচনা করেন ব্যারিস্টার নিহাদ কবির। সরকারের সঙ্গে বেসরকারি স্টেকহোল্ডাররা কিভাবে কাজ করে তা নিয়ে তিনি আলোচনা করেন।
Macro-Economic management: Achievement & Challenges
এই টপিকটি আলোচনা করেন ড. এ.বি. মির্জা আজিজুল ইসলাম, তিনি এমনি নিজ নামেই আলোচিত।
Management of national natural resources and environment
এই টপিকটি আলোচনা করেন ড. এ.কে. এনামুল হক। স্যারের ক্লাস করেছিলাম আইবিএতে। অর্থনীতির বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন।
Environmental issues and urban concerns, eco-profile of Bangladesh
এই টপিকটি আলোচনা করেন স্থপতি ইকবাল হাবিব। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকি থেকে শুরু করে ধানমন্ডির শেখ জামাল মাঠের রাজনীতি নিয়ে আলোচনা করেন তিনি।
Growth and development in the context of SDGs and middle-income transitions and trips/ Implementation of SDGs: Visionary Plan towards 2100
এই টপিকটি আলোচনা করেন মোঃ আবুল কালাম আজাদ। প্রযুক্তি নির্ভর নানান টুলসের মাধ্যমে সরকারী কাজের পরিধি সম্পর্কে আলোচনা করেন।
Stakeholder Mapping: A practical tool for public sector managers and SWOT analysis
এই টপিকটি আলোচনা করেন ড. রিজওয়ান খায়ের।
Management of National & Societal (individual/collective/communal) security
এই টপিকটি আলোচনা করেন ড. রাশেদ উজ জামান। স্যারের ক্লাস করেছি আন্তর্জাতিক সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। আমেরিকা কিভাবে ওয়ার অন টেররের ভুতকে এখনও ধারণ করে চলছে, সে বিষয়ে কথা বলেন তিনি।
Legal statutes and legislation: Ways of dealing
এই টপিকটি আলোচনা করেন কাজী হাবিবুল আউয়াল। তিনি প্রধান নির্বাচন কমিশনার। তিনি সরকারী বিভিন্ন সংস্থার দক্ষতা নিয়ে আলোচনা করেন। নির্বাচন কমিশনের বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে বক্তব্য রাখে।
State and Government’s Capabilities: Actors in the Policy Process
এই টপিকটি আলোচনা করেন হেদায়েতুল্লাহ আল মামুন। সরকারে বিভিন্ন নীতি কিভাবে প্রসার হয় তা নিয়ে আলোচনা করেন।
Know thy Government
এই টপিকটি আলোচনা করেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন। সংবিধান নিয়ে কথা বলেন। সংবিধান কিভাবে তৈরি হয়েছে বাংলাদেশে, আইন কিভাবে তৈরি হয়-এসব বিষয়ে আলোচনা করেন।
Public Policy Decision Making
এই টপিকটি আলোচনা করেন আসিয়া খাতুন। তিনি সিঙ্গাপুর থেকে পলিসি নিয়ে পড়াশোনা করেন। বাংলাদেশের নীতি তৈরির নানান ধাপ নিয়ে তিনি কথা বলেন।
এছাড়াও মোহাম্মদ তারেক (পিএইচডি, বোস্টন) ও এসইআইপি প্রকল্পের বণিক গৌর সুন্দর ও বিআইজিএমের শিক্ষক ও গবেষকেরা বিভিন্ন বিষয়ে পাঠদান করেন এই কোর্সের আওতায়।















































