প্রথমেই বলে রাখা ভালো, আমি নিজে বেলিসিমো আইসক্রিমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেউ না। আমার এই পোস্ট পুরোটাই ‘আমি যদি’ টাইপের। বেলিসিমো আইসক্রিমকে বাজারে কিভাবে আমার ভাবনায় আরও ব্র্যান্ডিং করা যায় তা নিয়েই এই বিশ্লেষণ টাইপের পোস্ট। এখানে কোন কোন আইডিয়া আমি নিজে থেকেও ভাবলেও অনেক আইডিয়া হয়তো এরই মধ্যে কেউ না কেউ বাস্তবে দেখিয়ে ফেলেছে, এই পোস্টটা নতুন করে চাকা আবিষ্কারের মত।
বেলিসিমোর সমালোচনা
আইসক্রিমের গায়ে প্রিমিয়াম লেখা, আর মেসির জার্সিতে ‘আই এম বেস্ট’ লেখা একই রকমের সারকাজম। বেলিসিমোকে কেন জানি আমার ‘মি-ঠু’ বা এপ সিনড্রোমে আক্রান্ত আইসক্রিম ব্র্যান্ড মনে হয়। অন্যব্র্যান্ড এটা করে, আমরাও সেটা করবো এটা করলে ব্র্যান্ড হাইপ কতদিন টেকে তা বলা কিন্তু মুশকিল।
আমি বেলিসিমো’র ব্র্যান্ডিং নিয়ে যা কাজ করতাম
জেব্রা ক্রসিংয়ের আইডিয়া
ঢাকার মানুষজন জেব্রা ক্রসিংকে কোনভাবেই সম্মান দেয় না। বেলিসিমো সাদা রঙ আর কালো রঙের আইসক্রিমের স্টাইলে ঢাকার ৪/৫ জায়গায় জেব্রা ক্রসিং এঁকে রঙ করতে পারে। ফার্মগেট কিংবা যেসব জায়গায় তরুণরা হেটে চলাচল করে সেখানে আইসক্রিম স্টাইলের জেব্রা ক্রসিং কিন্তু চোখে পড়বেই।
বাড়ির জন্য আইসক্রিম রেসিপি
বাড়িতে আইসক্রিম টাইপের বিভিন্ন খাবার (ক্ষীর, পায়েস হতে পারে) তার মশলা (ফ্লেভার, ক্রিম) বেলিসিমো অনলাইন স্টোর থেকে বিক্রি করতে পারে। তরুণী গৃহিনীরা আগ্রহী হবে কিন্তু!
স্কুলের ভাবিদের কাছে জানান দেয়া
বিভিন্ন স্কুলের বাহিরে অভিভাবকরা অপেক্ষা করেন, সেই ‘ভাবীদের পাওয়ার’ কাজে লাগিয়ে ওয়ার্ড অব মাউথ ছড়ানো যায় কিন্তু। ভাবীদের মধ্যে লিফলেট বা হেলথ ইস্যু রিলেটেড স্টিকার বা ক্লাসরুটিন দিয়ে বেলিসিমোকে বাড়ির মধ্যে শিশুদের কাছে পৌছানো যায়।
কনটেন্ট পোর্টাল তৈরি
একটা পোর্টাল কি হতে পারে না যেখানে শুধু রোমান্টিক টাইপের গল্প পাবলিকের কাছ থেকে নেয়া হবে, আর আপলোড হবে। যার গল্প আপলোড হতে তার শেয়ারিংয়ে নতুন ১০জন মানুষের কাছে সেই গল্প বেলিসিমোকে নিয়ে যাবে।
টিকেটে ব্র্যান্ডিং
আগারগাঁওয়ের বিমান জাদুঘর, শাহবাগের জাদুঘর বা নভোথিয়েটারে যারা টিকেট প্রবেশ করে যায় তার বের হয়েই ছেড়া টিকেট জমা দিয়ে ৫ টাকা বা কিছু টাকা ছাড় পেতে পারে না? সাইকেল ভ্যানে যে আইসক্রিম বিক্রি হয় সেখানে ভীড় পড়ে যাবে না?
কাপল আইসক্রিম
কাপল-কাপ আইসক্রিম বানানো যায় না? কাপল ছাড়া কেউ সেই আইসক্রিমই কিনতে পারবে না!
বিএমডাব্লিউ ড্রাইভ
কোন বিশেষ প্রতিযোগিতায় কোন এক প্রতিযোগিকে একদিন বিএমডাব্লিউ ভ্রমণের সুযোগ দেয়া যায় না?
ফিটনেস পোর্টাল বানানো
একটা ফিটনেস পোর্টাল বানিয়ে সেখানে হেলদি লাইফস্টাইল রিলেটেড কনটেন্ট আপলোডে ব্র্যান্ডের ভ্যালু নিশ্চিত বাড়বেই।
আইসক্রিম স্টোরি
আইপ্যাডের ব্র্যান্ডিং মনে আছে? আইসক্রিমকে স্টোরি ম্যাটেরিয়াল হিসেবে দাঁড়া করানো সম্ভব না?
ইউটিউব রিয়েলিটি শো
আইসক্রিম মেকার নামের ইউটিউব রিয়েলিটি শো করা যায়। সেরা ১০ আইসক্রিম মেকারের রেসিপি প্রোডাক্ট হিসেবে মূল্যায়িত হবে।
সেল দ্য এক্সপেরিয়েন্স, নট দ্য প্রোডাক্ট
স্টারবাক্স কি বিক্রি করে? এক্সপেরিয়েন্স।
কাপে রং
আইসক্রিমের কাপটাকে স্মার্ট লুক দেয়া কি সম্ভব না? সেই নাইনটিজের লুক দেয়া আইসক্রিমের কাপ বদলানো উচিত।
পেপসির মতো কিছু?
কোকাকোলাকে আশির দশকে যখন পেপসি দ্বিতীয়তে আনতে পার ছিল না, তখন ‘হোয়াই ইউ ড্রিংকস ইয়ুর প্যারেন্টস ড্রিংকস’ নামের একটা প্রোমোশন চালু করে। বাজারে প্রচলিত সব আইসক্রিমই নব্বই দশকে ছিল বোধ হয়, সেগুলোকে পেপসির আদলে আটকানো যাবে না?
এডিবল কাপ
ইকো ফ্রেন্ডলি এডিবল আইসক্রিম কাপকে ইনোভেশন বলে না?
ন্যাপকিনে টিক-ট্যাক-টোর কাটাকুটি
ক্লাসে কাটাকুটি খেলতাম আমরা। সেই কাটাকুটি ন্যাপকিনে এঁকে দিলে পাবলিক তা পছন্দ করবে না?
(এই পোস্টটা নিয়ে আমার আইবিএর দুই ক্লাসমেট আদিল ভাই ও এমসন ভাইয়ের সঙ্গে গুনে গুনে ৪০ মিনিট তর্ক-প্ল্যান কি হতে পারে তা নিয়ে শাহবাগের মোড়ের এককোণে দাড়িয়ে ছিলাম।)
-- Stay cool. Embrace weird.
nice analysis
Some ideas are directly copied from overseas!