সময় কি টিভি সিনেমার মতো স্লো বা স্পিড আপ করা যায়? যখন প্রেমিকার সাথে গল্প করেন, তখন ২/৩ ঘণ্টা কখন কেটে যা তা কি টের পাই আমরা? আমার পরীক্ষার হলে ৩০ মিনিটের কুইজ টেস্ট যেন মনে হয় ৫/৬ ঘণ্টা হয়ে গেছে।
যখন আমরা আনন্দে থাকি তখন যেন সময় উড়ে যায়। চোখের পলকেই ২ মিনিট ২ ঘণ্টা হয়ে যায়। আবার যখন আমরা অলস হয়ে বসে থাকি, তখন ৩ মিনিটও ৩ ঘণ্টা মনে হয় আমাদের।
দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে আমাদের সময় স্লো না দ্রুত গতিতে ছুটছে।
পাওলো কোহেলোর দ্য আলকেমিস্ট যারা পড়েছেন, তারা একটা ব্যাপার জানেন। পাওলোর ভাষ্যে, যখন মানুষ প্রতিদিনের সূর্য উদয়ের কথা ভুলে যায় তখন প্রতিদিনই একই দিনের মত মনে হয় আমাদের।আমাদের চারপাশের কত কিছুই না আমরা এড়িয়ে যাই। একটা রুটিন লাইফের অংকে আটকে থাকি আমরা। আমাদের প্রতিদিনই জীবন এতই এক রকমের যে আমাদের চোখ বন্ধ করে দিয়েও আমরা অফিসে বাড়ি থেকে পৌঁছে যেতে পারি। আমরা ধরেই নেই পৃথিবী বা আমাদের চারপাশ ভীষণ রকমের স্থির। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নজরেই আনি না। এজন্যই আমাদের মনে হয় Life is a blur!
শেষ কবে আকাশে সোনালি মেঘ দেখেছেন? আমি ব্যক্তিগতভাবে ভোরে উঠে সোনালি মেঘ দেখার চেষ্টা করি, সেটা একটা নেশাই কিন্তু!
শেষ কবে গোলাপের গন্ধ শুঁকেছেন? দেখি তো প্রতিদিন, এমন উত্তরটাই দেবেন অনেকেই। নাকের কাজ কি শুধু পারফিউমের গন্ধ নেয়া? গন্ধ আর ঘ্রাণের মধ্যে পার্থক্য করতে পারেন নাক দিয়ে?
আপনি যখন বেঁচে থাকা শিখে যাবেন, তখনই আপনার কাছে সময়টা স্থির মনে হবে।

পাওলো কোহেলোর দ্য আলকেমিস্ট যারা পড়েছেন, তারা একটা ব্যাপার জানেন। পাওলোর ভাষ্যে, যখন মানুষ প্রতিদিনের সূর্য উদয়ের কথা ভুলে যায় তখন প্রতিদিনই একই দিনের মত মনে হয় আমাদের।আমাদের চারপাশের কত কিছুই না আমরা এড়িয়ে যাই। একটা রুটিন লাইফের অংকে আটকে থাকি আমরা। আমাদের প্রতিদিনই জীবন এতই এক রকমের যে আমাদের চোখ বন্ধ করে দিয়েও আমরা অফিসে বাড়ি থেকে পৌঁছে যেতে পারি। আমরা ধরেই নেই পৃথিবী বা আমাদের চারপাশ ভীষণ রকমের স্থির। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নজরেই আনি না। এজন্যই আমাদের মনে হয় Life is a blur!
শেষ কবে আকাশে সোনালি মেঘ দেখেছেন? আমি ব্যক্তিগতভাবে ভোরে উঠে সোনালি মেঘ দেখার চেষ্টা করি, সেটা একটা নেশাই কিন্তু!
শেষ কবে গোলাপের গন্ধ শুঁকেছেন? দেখি তো প্রতিদিন, এমন উত্তরটাই দেবেন অনেকেই। নাকের কাজ কি শুধু পারফিউমের গন্ধ নেয়া? গন্ধ আর ঘ্রাণের মধ্যে পার্থক্য করতে পারেন নাক দিয়ে?
আপনি যখন বেঁচে থাকা শিখে যাবেন, তখনই আপনার কাছে সময়টা স্থির মনে হবে।