তরুণ পেশাজীবী নাজিয়া মিশকাত। কাজ করেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শিল্পে। তার সঙ্গে কথা হয় যোগাযোগ দক্ষতা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন স্কিল কেন প্রয়োজন, তা নিয়ে।
দক্ষতা কেন প্রয়োজন?
ব্যবসা ক্ষেত্র হোক কিংবা সামাজিক যোগাযোগ হোক সব ক্ষেত্রেই আসলে যোগাযোগ দক্ষতা খুবই প্রয়োজন। যোগাযোগ দক্ষতা নিজেকে একটি দলের সাথে মানিয়ে চলতে বেশ সহায়তা করে। নাজিয়া জানান, কর্মক্ষেত্র হোক কিংবা পেশা জীবন হোক সব ক্ষেত্রেই যোগাযোগ সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা তরুণ পেশাজীবী তারা বিভিন্ন কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন অদক্ষ আচরণের কারণে।
মানসিক দক্ষতা গুরুত্বপূর্ণ
আমরা প্রতিদিন নানান অবস্থায় নিজেকে নানান ভাবে যুক্ত করি। কখনো কর্মী, কখনো আবার পরিবারের সদস্য- সব ক্ষেত্রেই আমাদের মানসিক দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। এই শহরের মানুষ হিসেবে আমাদের যান্ত্রিক জীবনে অনেক সমস্যা এবং সংকট থাকে। নাজিয়া জানান, এই সকল সংকট সবার মধ্যেই। এ সমস্যাগুলো আমাদের যাদের মানসিক দক্ষতা খুব বেশি তারা খুব দ্রুত কাটিয়ে তুলতে পারি।

অন্যকে শোনা এবং বোঝা গুরুত্বপূর্ণ
যে কোন সামাজিক অবস্থানে আমরা মানুষ সবচেয়ে বেশি দুর্বলতা প্রকাশ করি অন্যকে বোঝা এবং অন্যের কথা না শোনার ক্ষেত্রে। কোন একটা কারণে নাজিয়া মনে করেন, মনোযোগ দিয়ে শোনার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। অন্যকে আমরা যত বেশি শুনবো তত বেশি আমরা জীবনের জানা-অজানা অনেক কিছুই নতুন করে বোঝার সুযোগ পাবো।

ছবি: গ্লোরিয়া জিন্স, গুলশান ২, ঢাকা
-- Stay cool. Embrace weird.