TedXTalks -সেরা ১০টি ভিডিওর একটি হচ্ছে সাইমন সিনেকের Start with why……How greatleaders inspire action। ২০০৯ সালে টেডেক্স পুজোসাউন্ডে বক্তব্য রাখেন সাইমন। সাইমন সিনেক অ্যাংলো-মার্কিন লেখক, কনসালটেন্ট। তার বিখ্যাত দুটি বই স্টার্ট উইথ হোয়াই ও ইনফিনিট গেম। ১৮ মিনিটের ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৬০ লাখের বেশি বার, আর টেডেক্সেরওয়েবে দেখা হয়েছে ৪-কোটি বার। পুরো স্পিসটির থিম স্টার্ট উইথ হোয়াই। একলাইনে স্পিসটিকে এভাবে বলা যায়, সাধারণ মানুষ আসলে আপনি কি করেন তা নিয়ে আগ্রহী নয়, আপনি কেন করেন তা নিয়ে আগ্রহী হয় সবাই। পৃথিবীখ্যাত লিডারদের দিকে তাকালে বিষয়টা দেখা যায়। মার্টিন লুথার কিং কিংবা স্টিভ জবস কিভাবে কাজ করেছেন তা নিয়ে যত না আগ্রহ সবার, তার চেয়ে বেশি আমরা জানতে চাই কেন তারা কাজ করছেন।কেন নিয়েই সব আগ্রহ। People don’t buy what you do, they buy WHY you do it.
ভিডিও থেকে যে তিনটি বিষয় জানবেন
১.সবকাজের জন্য একটি কারণ প্রয়োজন
২.আপনি কেন কাজ করছেন তা না জানলে কাউকে দলে টানতে পারবেন না
৩.একা লক্ষ্য অর্জনের চেয়ে অনেক জনকে এগিয়ে নেয়াই নেতৃত্ব আপনি
যাই করুন না কেন তা নিয়ে অন্যদের সৃজনশীল কোন কারণ না জানালে কেউ আপনার কথা শুনবে না,আপনার লেখা পড়বে না, আপনার পণ্য বা সেবা কিনবে না। অ্যাপল ভালো কম্পিউটার বা আইফোন তৈরি করে না বলে সবাই অ্যাপল ভক্ত। নিশ্চয়ই অন্য কোন কারণ আছে। রাইট ব্রাদার্সরা সাইকেল চালাতে চালাতে মানুষের যাতায়াতকে আরও সহজ করে তোলার অন্য কোন মাধ্যম তৈরির চেষ্টা করেন অনেকদিন। অন্যরকম কিছু করার জন্য দিনের পর দিন তারা সময় নিয়ে কাজ করে যাচ্ছিলেন। সত্যিকারের কারণ থাকার জন্যই তারা লক্ষ্য অর্জনে সাফল্য লাভ করেন। তাদের কাজের পেছনে ছিল না বেতন পাওয়া কিংবা বোনাসের আগ্রহ। রাইট ব্রাদার্সের স্বপ্ন ছিল আকাশে চড়ার, যা ছিল লাখো মানুষের হাজার বছরের স্বপ্ন, বেচে থাকার কারণ। সব কাজের পেছনে এমন কারণ না থাকলে ব্যর্থতা নিশ্চিত। ভিডিওটির১০ মিনিট ২৯ সেকেন্ডে একটি ম্যাজিক দেখা যায়। তখন রাইট ব্রাদার্সের বিমান তৈরির গল্পবলছিলেন সাইমন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ম্যাজিকটি অনুধাবন করতে পারবেন।
-- Stay cool. Embrace weird.