বডি ল্যাঙ্গুয়েজের উপরে দারুণ একটা বই পড়ছি। সেই বইটায় ৯২টা সারকাস্টিক বডি ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। তার মধ্য থেকে ৫২টা তো ফাটাফাটি, প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছি আজকেই। সেই ৫২টা বডি ল্যাঙ্গুয়েজের শব্দ নিয়েই এই পোস্ট।
১. দ্য ফ্ল্যাডিং স্মাইল: গ্রুপ মিটিংয়ে কখনই প্রথমে নিজে হাসবেন না। একটু তাকিয়ে স্থির হয়ে তাকাবেন, তারপরে হাসবেন।
২. স্টিকি আইস: আপনার সামনে যে কথা বলবে তার চোখে আঠার মত তাকিয়ে থাকুন। সে সময়ে দুনিয়া উল্টো গেলেও তার চোখের দিকে তাকিয়ে থাকুন। কথা শেষ হলেও তাকিয়ে থাকুন।
৩. ইপক্সি আইস- গ্রুপ মিটিংয়ে কারও বিপক্ষে অবস্থান করার সময় অন্য কেউ কথা বললেও আপনার প্রতিপক্ষের দিকে তাকিয়ে থাকুন। কে কথা বলছে সেটা ব্যাপার না, ওই লোকের দিকে তাকিয়ে থাকুন।
৪. দড়ি কামড়ের পজিশনে দাঁতের অবস্থান: মনে করুন, আপনি কোন দড়ি কামড়ে ঝুলে আছেন। শুধু দাঁত দিয়ে দড়ি কামড়ে আছেন। মুখের পেশি তখন খুবই আঁটোসাঁটো হয়ে যাবে, এমন অবস্থায় থাকুন। কেউ মেজাজ দেখাতেই আসবে না!
৫. বিগ-বেবি পিভট: কোন মিটিংয়ে যে বস তাকে ছাড়া অন্যদের দেখে হাসুন। এক হাসিতেই “I think you are very, very special.” ফিলিং দিয়ে দিন।
৬. “আরেহ, বন্ধু”: পরিচিত, অপরিচিত যার সঙ্গেই দেখা করুন না কেন এমন ভাবে কথা বলুন যেন সে আপনার পুরাতন কোন বন্ধু।
(বাকি ৪৫টা কবে লিখব জানি না।)
vai, news paper amrao pori,,,,,,,,,,,,,,,
পত্রিকায় যার লেখা পড়েছেন তার ব্লগই এটি। 🙂