আইবিএতে আমি এক্সিকিউটিভ এমবিএ পড়ার সময় এইচআর কোর্সে তাকে কোর্স শিক্ষক হিসেবে তাকে পাই। শুরুতে রাগী-ভয়ংকর শিক্ষক মনে হলেও শেষ পর্যন্ত কেয়ারিং শিক্ষকের ক্যাটাগরিতে তাকে রাখবই আমি। গত বছর ড্রপআউট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও এই সেমিস্টারে ম্যাডামের কোর্স আছে বলে চোখ বন্ধ করে আবার ম্যাডামের কোর্স নিয়ে নেই।

আমার ব্যাচমেটরা জানে ম্যাডাম যে কোর্স নেন সেই কোর্সের নাম আমি ‘সোগরা ম্যাডাম’ হিসেবেই খাতায় লেখি। আইবিএ থেকে গ্র্যাজুয়েশ পাশ করে বের হতে না পারলেও ম্যাডামের কোর্স করছি এটাই খুশি আমার জন্য। ম্যাডামের কোর্স শেষ হলেই আমি ড্রপআউট!
যে শিক্ষকের কথা লিখছি তিনি, প্রফেসর ড. খায়ের জাহান সোগরা। আইবিএর শিক্ষক। তাঁর যারা শিক্ষার্থী তারা জানেন তিনি কি মাপের শিক্ষক। দারুন সৌখিন, সেই লেভেলের শিক্ষক। ম্যাডামকে হুট করেই তাঁর কোন বই পছন্দ, বা কোন বই পড়ে তিনি সেই রকমের আনন্দ পেয়েছেন তার লিষ্ট দেন বলে অনুরোধ করে বসি।
সেই লিস্ট নিয়েই এই পোষ্ট।
দ্য সিঙ্গাপুর স্টোরি: মেমোয়ার্স অব লী কুয়ান ইউ
বইটা নাকি সেই রকমের। সিঙ্গাপুরের জাতির পিতা হিসেবে স্বীকৃত লী কুয়ান ইউয়ের লেখা বই। বইটার রিভিউ পড়ে যা বুঝলাম, লী কুয়ান পুরো সিঙ্গাপুরকে নিজের একটা স্টার্টআপ হিসেবেই ডেভলপ করে গেছেন।
মালয়েশিয়া আর ব্রিটেনের সঙ্গে চা আর গলফ খেলেই তিন এশিয়ার নিচের দিককার একটা দেশকে কোথায় নিয়ে গেছেন তা এই বইয়ে জানা যাবে।
লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা
সাতশ পৃষ্টার বই হলেও নাকি এমন স্টাইলে লেখা এই বই যে সাত দিনেই পড়ে শেষ করা যাবে।
গন উইথ দ্য উইন্ড, মার্গারেট মিশেল
সোগরা ম্যামের সবচেয়ে প্রিয় বই নাকি ১৯৩৬ সালে প্রকাশিত গন উইথ দ্য উইন্ড। সিনেমাটাও নাকি দারুণ প্রিয় তার। গৃহযুদ্ধের সময়কার প্রেক্ষাপট নিয়ে লেখা বই।
ইউ উইল সি ইট হোয়েন ইউ বিলিভ ইট
২০০৫ সালের এই বই পড়লে নাকি মাইন্ড কনট্রোল করার পথ জানা যায়।
লায়ার্স পোকার: রাইজিং থ্রু দ্য রেকেজ অন ওয়াল স্ট্রিট
যারা ফিন্যান্সে ক্যারিয়ার গড়তে চান ম্যাডাম তাদের এই বই পড়ার পরামর্শ দেন। আমি গুড রিডসে দেখলাম বইটার রেটিং ৫ এ ৪.২!
ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ, রিচার্ড কালর্সন
মিনিমালিস্ট উপায়ে চিন্তা-ভাবনা শেখার বই।
ড. সোগরা আরও যা যা বই তরুণরা পড়লে কাজে দিবে বলে মনে করেন:
- নবী মোহাম্মদের বায়োগ্রাফি
- মহাত্মা গান্ধীর বায়োগ্রাফি
- চেঙ্গিস খানের বায়োগ্রাফি
- দ্য প্রিন্স, নিকোলাই ম্যাকিয়াভেলি
- The Roots
- Your Erroneous Zones, by Wayne Dyer
- ল্যাটেরাল থিংকিং: ক্রিয়েটিভি স্টেপ বাই স্টেপ, by Edward de Bono
- দ্য গোল, by Eliyahu M. Goldratt and Jeff Cox
- থিওরি অব কনস্ট্রেইন্টস by Eliyahu M. Goldratt
- Islam, Ideology and Way of Life, Afzalur Rahman
- ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট
- অ্যানা কারেনিনা
- দ্য হ্যান্ডমেইড টেইল
আরও পড়ুন: