(প্রথম আলোর রস+আলোতে প্রতি সোমবার প্রকাশিত হয় এক লাইন সরেস। প্রথম দিকে অহেতুক কৌতুক নামে প্রকাশিত হলেও পরে রস+আলোর সম্পাদক মাহফুজ আহমেদ এক কাঠি সরেস’কে এক লাইন সরেস বানিয়ে ফেলেন।
ইংরেজিতে Oneliner বিষয়টা দারুণ জনপ্রিয় হলেও বাংলাতে সৈয়দ মুজতবা আলীসহ খুব কম লেখকই এমন স্টাইলে লেখার চর্চা করেছেন। এই পৃষ্টায় সেই ওয়ানলাইনগুলোর সংকলনই প্রকাশিত হচ্ছে। বেশির ভাগই এক লাইন সরেস অনুবাদ কিংবা অন্য কোন চুটকি থেকে পরিবর্তিত। কিছু কিছু ওয়ানলাইনার আশেপাশের বাস্তব দুনিয়া থেকে নেয়া।
ফেসবুক+টুইটারে #Lame ট্যাগ দিয়ে নানা সময়েও এই এক লাইনের সরস বাক্যগুলো শেয়ার করেছি।)

- যুদ্ধে গোলাগুলি করার সময় মাঝেমধ্যে দাঁড়িয়ে খেয়াল রাখতে হয় যুদ্ধ ঠিক লাইনে হচ্ছে কিনা।
- প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে আমি আমার গুপ্তঘাতককে ধন্যবাদ দিই। তার ব্যর্থতার কারণেই তো আমি আরেকটি দিন বেঁচে থাকার সুযোগ পাই!
- আমরা যদি বাকস্বাধীনতার সময়েই বাস করি, তাহলে প্রতি মাসে এত ফোন বিল দিতে হয় কেন?
- সবজিভোজীরা সবচেয়ে বড় প্রতারক। আপনি যদি প্রাণীদের বাঁচানোর জন্যই চেষ্টা করেন, তাহলে তাদের খাবার খান কেন আপনি?
- ‘আমি দোষী নই’—এই কথাটা কেউ বিশ্বাস করে না দোষীদের কারণেই!
- যারা বয়সকে সংখ্যা বলে আমি তাদের ভীষণ অপছন্দ করি। বয়স তো একটি শব্দ।
- ভুলে গুলি বেরিয়ে গেলে কীভাবে সেটা থামানো যায়, তা কি বন্দুকের ব্যবহারবিধিতে লেখা থাকে?
- আমি আজ সকালে বারো শ ক্যালরি পুড়িয়েছি। ওভেন থেকে পিৎজা বের করতে মনে ছিল না আমার।
- ‘চুপ থাকো’-এটা কি আমার নাম? সবাই আমাকে দেখলেই এই নামে ডাকে কেন?
- আত্মবিশ্বাসের অনেক দাম। আমার অনেক আছে, কিনবেন নাকি?
- আপনার প্রেমের সম্পর্ক অনেক দিন টিকবে, যদি না আপনি আজীবন একা থাকেন।
প্রকাশ: প্রথম আলো, ২৫ অক্টোবর, ২০১৫। |
- সাগরে অনেক মাছ থাকলেও সাগর কাউকে বের করে দেয় না, অফিস থেকে মাঝেমধ্যে আমাকে বের করে দেয়।
- ধনী দেশের গরিবদের কাছ থেকে টাকা নিয়ে গরিব দেশের ধনীরাই যা ভোগ করে তা-ই হলো বৈদেশিক সাহায্য।
- ছবি তোলার আগে আমাকে দারুণ লাগে।
- আমি গত ১০ দিন ধরে অফিসে যাচ্ছি না, কেউ কি আমাকে মিস করছে না? কেউ তো খোঁজই নিচ্ছে না!
- যারা চিন্তা করে তাদের কাছে জীবনটা কমেডি, আর যারা অনুভব করে তাদের কাছে জীবনটা ট্র্যাজেডি।
- আমি বহু কাজ একসঙ্গে করতে পারি। অফিস মিটিংয়ে কোনো কিছু না বুঝে আমি বোঝার ভানও করতে পারি!
- বসকে চমকে দেওয়ার জন্য মাঝেমধ্যে আমি অফিসে যাই না।
- সময় নাকি উড়ে যায়, কোথায় গিয়ে পড়ে?
- মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রতিযোগীরা শুধু পৃথিবী থেকে অংশ নেয় কেন?
- আচ্ছা ধরুন, পৃথিবীতে কোনো কাল্পনিক প্রশ্ন না থাকলে কী হতো?
- আমি আসলে সমাধানই পছন্দ করি না, আমি সমস্যা-প্রিয় মানুষ। এতে আপনার কোনো সমস্যা আছে?
প্রকাশ: প্রথম আলো, ০৬ ফেব্রুয়ারি, ২০১৭ |
- প্রতিবছর আমি বন্ধুদের সঙ্গে একটা চুক্তি করি। আমার বন্ধু যদি আমার সম্পর্কে অন্যদের কাছে মিথ্যা কথা বলা বন্ধ করে, তাহলে আমিও আমার বন্ধুর নামে অন্যদের কাছে সত্য কথা বলা বন্ধ করে দিই।
- নিজেকে ‘হট’ বলা বিরত থাকুন। আপনি একমাত্র মাইক্রোওয়েভ ওভেন আর কাপড় ইস্ত্রির আয়রন গরম করা ছাড়া আর কিছু গরম করতে পারবেন না।
- ইশ্, আমরা যদি ইন্টারনেট থেকে ছবি, গান কিংবা সিনেমার মতো পোশাক আর সানগ্লাসও ডাউনলোড করতে পারতাম!
- আমার দর্শন: আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রাখা উচিত নয়। আগামী সপ্তাহের জন্য আমাদের কিছু বড় কাজ ফেলে রাখা যায়।
- জাপানের জাতীয় পতাকা যিনি এঁকেছেন, আমি তাঁর চেয়েও বেশি অলস।
- কথায় বলে, যেকোনো অসুখে হাসিই আদর্শ চিকিৎসা। কিন্তু কোনো কারণ ছাড়া হাসিই আবার প্রমাণ করে যে আপনার চিকিৎসা প্রয়োজন।
- মোটা হচ্ছেন বলে নিজেকে ভাগ্যবান ভাবুন। এক পরিসংখ্যানে দেখা যায়, মোটা মানুষেরা সাধারণ মানুষের চেয়ে কম অপহরণের ঝুঁকিতে থাকেন।
- বন্ধুত্ব: আপনি কতখানি উজবুক, তা মাপার বিশেষ স্কেল বটে।
- আমার মা–বাবাকে আমি হিংসা করি। তাঁদের মতো আমার বুদ্ধিমান সন্তান নেই।
- ঘুম আসলেই খুব কাজের ‘জিনিস’। বেশি বেশি ঘুম আমাদের অনেক নির্বোধের অত্যাচার থেকে বাঁচিয়ে দেয়।
|
- আমার জীবনের গল্প: সারা দিন কিছু না করেও দিনের শেষে ভালো ফল প্রত্যাশা করা।
- টাকার দুটি পাশ থাকে। আশ্চর্যজনকভাবে দুই পাশের মূল্য একই!
- ‘অ্যাসাইনমেন্ট’ রিপোর্ট’ জমা দেওয়ার শেষ দিন ‘পরীক্ষার আগের দিন’—দুনিয়ার ৯০ শতাংশ শিক্ষার্থীর পড়াশোনায় উৎসাহ দেয়।
- চারপাশে নির্বোধ ব্যক্তিদের দেখতে দেখতে আমি আয়নার মধ্যেও তাঁদের দেখি।
- পৃথিবীতে ৭০০ কোটি মানুষ আছে, কিন্তু আমার মুঠোফোনের ‘পাসওয়ার্ড’ শুধু আমিই জানি!
- একই কথা, বিনা মূল্যে শুনলে ‘উপদেশ’। আর টাকার বিনিময়ে শুনলে ‘পরামর্শ’। আমরা দ্বিতীয়টাতেই আস্থা রাখি!
- ডেটিং কুইজ: আপনি কি আপনার বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হবেন? ক. হ্যাঁ; খ. ক; গ. খ ও ঘ. গ।
- মনে রাখা এক ধরনের মানসিক শাস্তি।
- স্কুলে একদল বন্ধু থাকে, যারা শিক্ষককে রুলার সরবরাহ করে আমাদের মার খাওয়ায়।
প্রকাশ: প্রথম আলো |
|
|
|
|
|
|