My words on Swapnajaal:
The word “Cinema” isn’t just a six letter word, it has a broad line and a perspective. Just arrange some shots and show the scene to the cinema hall isn’t a cinema. A cinema is a cinema when it has a big and wider perspective for the viewers. Swapnajaal is that kind of a true cinema. I feel some cinematic moments when I watched the movie.
The maker of the cinema Giasuddin Selim is somehow know and a practitioner of developing real grammar of cinema. I remember there are some shots on the river, if you just feel the scene you could feel the vibe of the nature. I touched the widen natural beauty and perspective from the cinema. The maker is here is act like a magician, and I believe, at the end, a cinema is cinema when there is magic!
জাদুজালের সিনেমা স্বপ্নজাল!
যারা সিনেমা দেখেন, সত্যিকারের সিনেমা-তাদের কাছে সিনেমা হিসেবে স্বপ্নজাল দারুণ লাগবে। সিনেমা অর্থে যে বড় বা বৃহত্তর জীবন সংশ্লিষ্ট চিত্রের প্রকাশ ঘটে তাই স্বপ্নজালে দেখা যায়। আমি তো কিছু দৃশ্য মুগ্ধ হয়ে দেখেছি। সেই ৪০ বা ৬০ এর দশকে সিনেমা মানে যে বড় পরিবেশ বোঝানো হতো, তার অনেক দৃশ্যই স্বপ্নজালে চোখে পড়ে। একটা সিন তো আমি ভুলবোই না, পরীমনি নদীর মাঝখান দিয়ে ছুটে যাচ্ছে, পেছনে হালকা নীল-লালের আকাশ। ফ্রেমটা ফ্রিজ করে যে কেউ ফ্রেমে নিজেকে কল্পনা করে সময় থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারেন। গিয়াসউদ্দিন সেলিমের দারুণ দক্ষতা দেখা যায় সিনেমার মেকিংয়ে। দারুণ একটা সিনেমা।