২০০৮ সালে গণিত অলিম্পিয়াডে ভলান্টিয়ার হিসেবে কাজের সুযোগেই আমি প্রথম দুনিয়া চিনতে শুরু করি। এর আগে চট্টগ্রামের পতেঙ্গায় শৈশব-কৈশোর কাটানোর দারুণ এক অভিজ্ঞতা ছিল আমার। দৌড়ানোর আগে চট্টগ্রামের পাহাড়ে চড়েছিলাম, সাঁতার শেখার আগে সমুদ্রে পা ভিজেছিল আমার-দারুণ সেই শৈশবের কথা উপকথা মনে হবে এই তিলোত্তমা শহরে।
২০১৬ সালে স্টেট ডিপার্টমেন্টের ফেলো হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের অভিজ্ঞতা আমার চেনা দুনিয়াকে বদলে দেয়। নতুন করে বই পড়াতে আগ্রহী হয়ে উঠি। এসময়টায় মিনিমালিজম ও জেন জীবন আদর্শে চলার শুরু আমার।
২০১৭ সালে Four Minute Books সাইটটির খোঁজ পাই, আমি তো এই সাইটটাই খুঁজছিলাম অনেক দিন ধরে। নিক নামের এক বুকনার্ডের পাগলামি দেখে মুগ্ধ হয়ে তাকে অনুসরণ করা শুরু করি আমি।
নানান রকম পড়া বই নিয়েই আমি Two Cup Books প্ল্যাটফর্মটা তৈরি করেছি। প্রতিটি বই থেকে যা জেনেছি, যা ভাবতে শিখেছি তাই শেয়ার করি সবার সঙ্গে। ১৫ হাজারের বেশি মানুষ পড়েছে আমার লেখা, বিষয়টা দারুণ।
নিত্য নতুন গল্প খুঁজি আমি, তা কিবোর্ডে খটখট করে লিখে সবার সঙ্গে শেয়ার দারুণ আনন্দ আমার।